শিক্ষার্থীদের হাত ধরে জলবায়ু মোকাবিলায় আশার আলো

Home > Success Story

শিক্ষার্থীদের হাত ধরে জলবায়ু মোকাবিলায় আশার আলো

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হলো বাংলাদেশ। ইতিমধ্যে এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে—একদিকে উপকূলে ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, অন্যদিকে পাহাড়ি ভূমিধস ও খরার মতো দুর্যোগ আমাদের জীবন ও জীবিকাকে কঠিন করে তুলছে। এ বাস্তবতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এখন সবচেয়ে জরুরি। এই শিক্ষার্থীদের মতো আরও অনেককে সহায়তা করেছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনসিডিএফ) এবং ইউএনডিপির লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত লজিক প্রকল্প বাংলাদেশ সরকার, সুইডেন, ডেনমার্ক, ইউএনসিডিএফ ও ইউএনডিপির একটি যৌথ প্রয়াস।

প্রকল্পটি দেশের নয়টি জেলায় ২৯১টি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে যুক্ত করেছে। প্রতিটি ওয়ার্ডে গড়ে তোলা হয়েছে একটি করে প্ল্যাটফর্ম, যেখানে স্থানীয় শিক্ষার্থীরা শুধু জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় কাজ করছেন না, বরং তহবিল কার্যকরভাবে ব্যবহার করা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবর্তন সৃষ্টিকারী নেতৃত্ব তৈরিতেও ভূমিকা রাখছেন।

 

বিস্তারিত পড়ুন

 

 

SHARE