ঢাকায় জলবায়ু সাংবাদিকতায় তরুণদের নতুন যাত্রা শুরু

Home > Success Story

ঢাকায় জলবায়ু সাংবাদিকতায় তরুণদের নতুন যাত্রা শুরু

 

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ৪ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “মিডিয়া ওয়ার্কশপ অন ক্লাইমেট চেঞ্জ স্টোরিটেলিং”। ব্রাইটার্সের আয়োজনে এবং ইউএনসিডিএফ ও ইউএনডিপির Local Government Initiative on Climate Change (LoGIC) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় জাতীয় দৈনিক ও টেলিভিশনের ৩০ জন উদীয়মান সংবাদকর্মী অংশ নেন।

 

কর্মশালার মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনবিষয়ক সঠিক তথ্যপ্রকাশ, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা এবং সাংবাদিকতার মাধ্যমে জলবায়ু ইস্যুকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কায়িউম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ব্যুরো চিফ (চট্টগ্রাম) শ্যামসুদ্দিন ইলিয়াস, সিএনএন একাডেমি ফেলো ও রকফেলার ফাউন্ডেশন নাফিক স্কলার ‘২৩ মো. ইব্রাহিম খলিলুল্লাহ, চ্যানেল ২৪ সিনিয়র রিপোর্টার বোরহানুল আশেকিন ও চ্যানেল ওয়ান সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমানসহ অন্যান্য গণমাধ্যম ও উন্নয়ন খাতের বিশেষজ্ঞরা।

ইউএনডিপির আবদুল কায়িউম বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সাংবাদিকদের উচিত তৃণমূলের মানুষের গল্প জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।” আর মো. ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেন, “জলবায়ু সাংবাদিকতা শুধু তথ্য প্রকাশ নয়, এটি পরিবর্তনের প্রেরণা জোগায়।”

আয়োজক ব্রাইটার্সের ফাউন্ডার সাইদুর রহমান সিয়াম জানান, “জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, মানুষের জীবনের প্রশ্ন। সাংবাদিকরা যদি তৃণমূলের কণ্ঠস্বর তুলে ধরেন, তবে পরিবর্তন সম্ভব।”

দিনশেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও গাছের টব তুলে দেন প্রশিক্ষকরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরা ভবিষ্যতে জলবায়ু ইস্যুকে আরও প্রভাবশালীভাবে তুলে ধরবেন এবং প্রান্তিক মানুষের সমস্যা জাতীয় থেকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেবেন।

মূল পোস্ট – উত্তরা নিউজ

SHARE